নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ বুঝতে পারবে তাদের পায়ের নিচে মাটি আছে কিনা আর আমাদের পায়ের নিচে কত মাটি। বললেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে আয়োজিত বিএনপি নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, হাসিনার অধীনে জনগণ নির্বাচন মেনে নেবে না। এ সরকার গণবিরোধী। নিরপেক্ষ নির্বাচন না হলে ভোটে জনগণ অংশ নেবে না।
নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সরকার যা আবদার করবে তা না শুনে জনগণের মতের ভিত্তিতে ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সিদ্ধান্ত নেবেন।
প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, এ বাজেটে দুর্নীতির সুযোগ রয়েছে। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সেজন্য জনগণের কষ্ট তাদের চোখে পড়ে না।
দেশের মানুষের জন্য কাজ করার লক্ষ্যে বিএনপি ভিশন দিয়েছে জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আমাদের দেয়া ভিশন বাস্তবায়ন হলে বাংলাদেশের সমস্যা থাকবে না। দ্রুত উন্নতি করতে পারবে। দুর্নীতি দূর হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কে/সি